আল্লাহ সুবহানা ওয়া তা’আলা আমাদের সৃষ্টি করেছেন, আমাদেরকে রিজিক দিয়েছেন এবং আমাদেরকে মূর্খতার মাঝে ছেড়ে দেন নি। বরং তিনি আমাদের সৃষ্টি করেছেন তাঁর উপাসনা করার জন্য। আন্তরিকভাবে তাঁর ইবাদত করুন এবং আমাদের নবীর দেখানো উপায় ও রূপ অনুসারে তাঁর ইবাদত করুন।
আমাদের দৃষ্টিভঙ্গি
East-West Air একটি প্ল্যাটফর্ম যার মাধ্যমে মানুষ ন্যায়পরায়ণ আলেমদের মাধ্যমে দ্বীন এবং বিভিন্ন ধরনের উপাসনা সম্পর্কে ব্যাপক ধারণা লাভ করে সেই ভাবে আমাদের নবীর সময়ে দ্বীনের অনুশীলন যেমন ছিল। হজ্জের মাধ্যমে সমগ্র মুসলিম জাতি তথা উম্মাতে মুহাম্মাদির নিজেকে সংযুক্ত করার সুযোগ তৈরি হয়। এটি ইসলামের একটি ভিত্তি। আমাদের উদ্দেশ্য এই মহান আমলকে যথা যথ ভাবে পালন করতে আপনাকে সহায়তা করা এবং এই হজ্ব যাত্রাকে মানুষের জন্য সহজ, আরাম দায়ক এবং দুনিয়া ও আখিরাতের মুক্তির উপলক্ষ করে তোলা।
ভিসনের মৌলিক বৈশিষ্ট্যঃ
সালাফ আস সলিহিনদের অনুসরণ
সুন্নাতের প্রতি মনযোগী হওয়া
পর্যাপ্ত জ্ঞান, দুয়া, তালীম ও তারবিয়্যাতের মাধ্যমে হজ্ব সম্পাদন করা
হজ্বকে আরামদায়ক করে তোলা
আমাদের মিশন
প্রখ্যাত, ন্যায়পরায়ণ আলিমদের তত্ত্বাবধায়নে হজ্ব কাফিলা পরিচালনা করা
বর্ধিত পরিসেবার মাধ্যমে দ্বীনি পরিমণ্ডলে আবর্তিত হতে সাহায্য করা
সহি ঈল্মের উপরে প্রতিষ্ঠিত একটি গনগত মুসলিম সমাজ প্রতিষ্ঠায় সহায়তা করা